ahurul Islam
Bishu
Md. Johurul Islam Bishu
২৫ মার্চ হানাদার পাকিস্তানি বাহিনীর অপারেশন সার্চলাইট অভিযান শুরুর পরে, ২৮ মার্চেই পাবনা জেলা প্রথমবার শত্রু মুক্ত হয়েছিল, যা ছিল বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম। বাংলাদেশের মধ্যে একটি মাত্র জেলা পাবনা, যেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বা ইপিআর এর সাহায্য ছাড়াই শুধু সাধারণ মানুষ যুদ্ধ করে এতোবড় বিজয় ছিনিয়ে নিয়েছিলেন এবং ১১ এপ্রিল পর্যন্ত পাবনা জেলাকে হানাদার মুক্ত করে রেখেছিলেন। পরবর্তীতে অসীম সাহসিকতায় আর বীরত্বে, পাবনার আপামর জনসাধারণ ও বীর মুক্তিযোদ্ধাগণ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন; সেই গৌরবগাথা আজকের প্রজন্ম কে জানানোর জন্যই আমাদের এই প্রয়াস ।
মুক্তিযুদ্ধের স্মরণীয় সময়ের সাক্ষী অনেকেই আজ সময়ের পরিক্রমায় হারিয়ে গেছেন। একটা সময় মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলতে পারবেন এ ধরনের কেউ আর জীবিত থাকবেন না। মহান মুক্তিযুদ্ধে যে পিতা-মাতা তাঁদের সন্তান হারিয়েছেন, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন, যে বোন তার ভাইকে হারিয়েছেন এবং যে মা–বোনেরা বীরাঙ্গনা হয়েছেন তাদের সবার প্রতি রইল আমাদের কোটি কোটি সালাম।
আমরা গভীর শ্রদ্ধায় স্মরন করি সেই সব মুক্তিযোদ্ধা আর শহীদদের, সেই সাথে স্মরণ করি আপামর জনসধারনকে–যারা নিজেদের সর্বস্ব দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। যাঁদের অপরাজিত সাহস আর আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি - আমাদের এ মহান স্বাধীনতা। জয় বাংলা।
Md. Johurul Islam Bishu
From the very beginning of our War of Liberation, the freedom loving people of Pabna made a bright example of sacrifice. I have tried my level best to bring out the real picture of that sacrifice so that, through this book, the new generation can become aware of the War of Liberation at Pabna, and I expect that people of all walks of life will be drenched with its memories.
War Wounded Freedom Fighter
Ex. Chairman, Pabna Mumicipality
Haji Mohoshin Road, Dilalpur,
Pabna-6600, Bangladesh
E-mail: bishubd51@yahoo.com